শ্যামনগর

শ্যামনগরে ইমপ্রেস আইটি ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন

By daily satkhira

December 09, 2019

পলাশ দেবনাথ, নূরনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় ইমপ্রেস আইটি ইনস্টিটিউট নামে গ্রাফিক্স ডিজাইন (ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং) বিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৯ই ডিসেম্বর বিকাল ৪টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ সংলগ্নে মমতাজ ভিলার ২য় তলায় এক আনুষ্ঠানিক আয়োজনে উক্ত প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে। এই প্রথম শ্যামনগরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় বুকে লালন করে আইটিতে দক্ষতা অর্জন করার লক্ষ্যে অত্র এলাকার শিক্ষিত বেকার যুবক/যুবতীদের সল্প ব্যায়ে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভরশিল করে গড়ে তোলার উদ্যেশ্যে তাদের এই অগ্র যাত্রা। বর্তমান যুগে আইটি বিভাগে দক্ষতা ছাড়া যেন কোন কিছুই সম্ভব নয়। এই সময়ে তরুন-তরুনী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষেরও আইটি ব্যবহারের দক্ষতার প্রয়োজন হয়ে পড়েছে। আইটি বিষয়ে দক্ষতা অর্জন করা বর্তমান সময়ে এ যেন এক প্রতিযোগীতা। আমরা সবাই আইটিতে এক্সপার্ট হতে চাই। কিন্তু আইটি বিষয়ের সঠিক জ্ঞান অর্জনের জন্য সুন্দর পরিবেশ ও দক্ষ শিক্ষক একান্ত প্রয়োজন। শ্যামনগর উপজেলায় ইমপ্রেস আইটি ইনস্টিটিউট মনোরম পরিবেশ ও অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে গড়ে উঠেছে। গোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদা, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্তন প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল অহেদ,নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, ডেফরো পরিচালক আব্দুল হান্নান, মোঃ আক্তার আলী, সাংবাদিক পলাশ দেবনাথ, সাংবাদিক আনোয়ারুল হোসেন প্রমুখ।