জাতীয়

বিডিনিউজ সম্পাদক খালিদীর ৫০ কোটি টাকা ও ১৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ

By Daily Satkhira

December 10, 2019

দেশের খবর: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর অ্যাকাউন্টের ৫০ কোটি টাকা ফ্রিজ (নিশ্চল) করার আদেশ দিয়েছেন আদালত।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে অ্যাকাউন্টগুলো নিশ্চল করার আবেদন করে।

পারমিশন মামলার শুনানি নিয়ে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ অ্যাকাউন্টগুলো নিশ্চল করার আদেশ দেন।

তৌফিক ইমরোজ খালেদীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান আদালতে এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, ‘তৌফিক ইমরোজ খালেদী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও নিজের নামের হিসাবে বিপুল পরিমাণ টাকা স্থানান্তর করেছেন। তিনি বিভিন্ন অবৈধ কর্মকান্ডের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।’

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ‘দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭‘ এর বিধি ১৮ (সংশোধিত) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ এর ১৪ ধারার বিধান মতে তার অপরাধলব্ধ অর্থের ব্যাংক হিসাব/এফডিআর নিশ্চল করা প্রয়োজন।

এ বিষয়ে শুনানি নিয়ে আদালত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ৯ টি এফডিআর ও তৌফিক ইমরোজ খালিদীর নামে বিভিন্ন ব্যাংকে করা ১৩টি এফডিআর অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দেন।সূত্র:কালেরকণ্ঠ