সাতক্ষীরা

বৈষম্য বিলোপ আইন পাশসহ ১০ দফা দাবিতে দলিত পরিষদ সাতক্ষীরার স্মারক লিপি প্রদান

By daily satkhira

December 10, 2019

বৈষম্য বিলোপ আইন-২০১৫ পাশসহ ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দলিত পরিষদ(বিডিপি)। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১০ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ এ স্মারক লিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌরপদ দাস, সাধারণ সম্পাদক জোসেফ সরদার, সহ-সভাপতি মঈনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মন্টু কুমার দাস, বেদে সভাপতি আকবর আলী, মহিলা সম্পাদিকা কাকলি দাস, মহিলা সহ-সম্পাদিকা অন্তরা দাস, কোষাধ্যক্ষ পৌল বৈরাগী, আইন বিষয়ক সম্পাদক জীবন কুমার ডোম, সদস্য সচিব ভৈরব দাস, সদস্য ধর্ম দাস, মহাদেব দাস, রবিউল ইসলাম, স্বপন দাস, দিলিপ হেলা প্রমুখ। তাদের দাবি সমূহ: বৈষম্য বিলোপ আইন-২০১৫ দ্রুত পাশ ও বাস্তবায়ন করতে হবে। জাতীয় সংসদসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলিত জনগোষ্ঠীর জন্য আসন সংরক্ষনের ব্যবস্থা করতে হবে। দলিত নাগরিক যারা নানা কারনে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য সরকারি সুযোগ সুবিধা, বিশেষ করে সেফটি নেট কর্মসূচি সহ সকল ক্ষেত্রে বিশেষ কোটা সংরক্ষণ করতে হবে। চাকরি ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোটা সংরক্ষন এর ব্যবস্থা করতে হবে। সকারের গৃহায়ন কর্মসূচিতে দলিত জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করতে হবে। দলিত জনগোষ্ঠীর জন্য খাস জমি স্থায়ী বন্দোবস্ত দিতে হবে। বর্তমানে বসবাসরত জায়গায় স্বল্প মূল্যে গৃহ নির্মাণ করে দলিতদেরকে স্থায়ী বরাদ্দ দিতে হবে। দলিত নাগরিকদের জন্য বিশেষ বরাদ্ধ রাখতে হবে যাতে করে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠাসমূহ কার্যকর উদ্যোগ গ্রহণ ও তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিবিএস কর্তৃক পরিচালিত একটি কার্যকর জাতীয় জরিপ পরিচালনার মাধমে বাংলাদেশে বসবাসরত দলিতদের সঠিক সংখ্যা নিরূপন করতে হবে। জলবায়ু পরিবর্তন জনিত নেতিবাচক প্রভাব থেকে উত্তরণ, টেকসই অভিযোজন সক্ষমতা তৈরি এবং আর্থিক সেবাসমূহে দলিতদের প্রবেশগম্যতা নিশ্চিত করনে বিশেষ করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং এর ভিত্তিতে প্রয়োজনীয় নীতি কাঠামো প্রণয়ন করতে হবে। দলিতদের জন্য একটি নির্দিষ্ট জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি