জালাবদ্ধতা নিরসন করতে হলে স্থায়ী সমাধান খুজতে হবে। তা না হলে জলাবদ্ধা দূর করা সম্ভব নয়। শুধুমাত্র নদী-খাল খনন করলে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে না। জলাবদ্ধতা নিরসন করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে প্রকল্প হাতে নিতে হবে। সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রকল্প পরিকল্পনা করার আগে জলাবদ্ধ এলাকায় বসবাসকারী ভুক্তভোগী, বিভিন্ন স্টেক হোল্ডার, ক্ষতিগ্রস্ত জনসাধারণ, গণমাধ্যম, এ বিষয়ে যারা বিশদ অভিজ্ঞতা রাখেন, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান দীর্ঘদিন জলাবদ্ধতা নিয়ে কাজ করছেন তাদের সাথে বসে মতামত নিয়ে সরকারভাবে দীর্ঘমেয়াদ পরিকল্পনা গ্রহণ করলে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান গ্রহণ করা সম্ভব হবে। সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে উপকূলীয় জেলা। এই জেলার একটি বড় এলাকা দীর্ঘদিন জলাবদ্ধতার কবলে পড়ে আছে। এখানকার জলাবদ্ধ এলাকার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানকার মানুষ জলাবদ্ধতার কারণে স্থানান্তরিত হচ্ছে। অনেকে জলবায়ু উদ্বাস্তু হয়ে এলাকা ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে যেয়ে বসবাস করছে। সাতক্ষীরা উপকূলীয় জেলায় হওয়ায় এখানকার মানুষকে নিয়মিত প্রতিকূল পরিবেশের সাথে মোকাবেলা করতে হয়। সাধারণ মানুষকে নিয়মিত প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে হয়। এর ফলে ভূমিহীন ও দরিদ্র পরিবারগুলো সারা বছরই অসহায় জীবনযাপন করে। সাতক্ষীরার মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে হলে নদী-খাল খননে টিআরএম পদ্ধতি ব্যবহার করতে হবে। টিআরএমের মাধ্যমে নদী খনন করলে নদীগুলোকে আরও দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব। ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার শহরের পলাশপোলের মধুমল্লারডাঙ্গিস্থ দক্ষিণের মশাল সংলাপ কেন্দ্রে উত্তরণের সহযোগিতায় বেতনা-মরিচ্চাপ রিভার বেসিন পানি কমিটির সদস্যদের অংশগ্রহণে ওয়ার্কশপে অশগ্রহণকারী অতিথিবৃন্দ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এসব কথা বলেন। দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহীর সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ। অন্যান্যের মধ্যে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যনার্জি, নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি আবুল কামাল আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলা ও সমকালের সাতক্ষীরা প্রতিনিধি কামরুজ্জামান, উত্তরণের হাসেম আলি ফকির, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ ময়না প্রমুখ। কর্মশালায় পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরণের দিলিপ সাহা। প্রেস বিজ্ঞপ্তি