প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। মঙ্গলবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী একথা জানান।
তিনি বলেন, এসব চুক্তি ও সমঝোতা স্মারকের সবই জনগণের সামনে প্রকাশ করবে সরকার। তবে এই ৩৫টির মধ্যে কতটি চুক্তি আর কতটি সমঝোতা স্মারক সে বিষয়ে কিছু বলেননি তিনি।
প্রতিরক্ষা বিষয়ে কোনো চুক্তি হচ্ছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘যখন হবে তখন দেখতে পাবেন, আমরা সবাইকে জানিয়ে দেব। এখানে গোপন-টোপন করার কিছু নেই। যেগুলো বলা হচ্ছে, আমাদের নিন্দুকরা যেগুলো বলছেন, এগুলোর মধ্যে কিচ্ছু নেই, দেখতেই পাবেন যথাসময়ে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৭ থেকে ১০ এপ্রিল রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন শেখ হাসিনা। সফরে মোদির সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকের পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।