নিজস্ব প্রতিনিধি : কলারোয়া রহিমা নার্সিং হোম বন্ধের নির্দেশ দিয়েছে সাতক্ষীরা সিভিল সার্জন। গত ২৬ নভেম্বর ২০১৯ তারিখে সিএস/সাত/শা-১/২০১৯/২৬১২/১(৬) নং স্মারকে ক্লিনিক এর যাবতীয় কার্যক্রম বন্ধের রাখা নির্দেশ দেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন। স্থানীয় সূত্রে জানা গেছে, কলারোয়ার কাজীর হাট বাজারে রহিমা নার্সিং হোম নামে চিকিৎসার আড়ালে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল একই এলাকার রামভদ্রপুর গ্রামের জিয়াদ আলীর কন্যা সাবিনা খাতুন। ওই ক্লিনিকের কোন রেজিস্ট্রেশন নেই, কোন নার্স নেই, কোনো ল্যাব নেই, এম বিবিএস ডাক্তার নেই। সার্বক্ষণিক ক্লিনিকের পরিচালক সাবিনা নিজেই চিকিৎসা দিয়ে থাকে। আদৌও ক্লিনিকে কোন এম বিবিএস ডাক্তার বসে না। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ভুল বুঝিয়ে ভর্তি করে চিকিৎসার নামে টাকা হাতিয়ে নিয়ে থাকে। এতে রোগীরা একদিকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ অন্যদিকে অপচিকিৎসার শিকার হতে হচ্ছে। ইতোপূর্বে সেখানে অপচিকিৎসার শিকার হয়ে কেরালকাতার আমিনুর রহমানের কন্যা আরিফা খাতুনের শিশু সন্তানকে ওই ক্লিনিকে ভর্তি করলে রাত ১২টার দিকে শিশুটির মৃত্যু হয়। এসব বিষয়ে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে স্থানীয় পত্র-পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সাতক্ষীরা সিভিল সার্জনের নজরে আসে এবং সিভিল সার্জন সরেজমিনে পরিদর্শনকালে ক্লিনিকে বিভিন্ন অনিয়ম চোখে পড়ায় তিনি ওই ক্লিনিক বন্ধের নির্দেশ দেন।