নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ১৩ বছরের এক কিশোরীর সাথে সমবয়সী এক কিশোরের বিয়ে দেওয়ার সময় হাতেনাতে আটক একজন আইনজীবীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে সাতক্ষীরা জেলা জজ আদালত চত্বরে একজন আইনজীবীর সেরেস্তায়। নোটারি পাবলিকের মাধ্যমে এই বিয়ে দেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সাজাপ্রাপ্তরা হলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন সিদ্দিকী ও দুই আইনজীবী সহকারী মো. নুরুল ইসলাম ও আবু রায়হান। প্রথম ও দ্বিতীয়জনকে ১৫ দিন এবং শেষোক্তজনকে সাতদিনের সাজা দেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার এই সাজা দেন। এ সময় তা প্রত্যক্ষ করেন স্থানীয় সরকার উপপরিচালক হুসাইন শওকত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা। তারা জানান ভুয়া কাগজপত্র তৈরি করে বয়স বাড়িয়ে নোটারি পাবলিকের মাধ্যমে এই বিয়ের ঘোষনা দেওয়ার কাজ চলছিল। এ সময় হাতেনাতে ধরে তাদের সাজা দেওয়া হয়।