দেবহাটা

দেবহাটা সীমান্তে ১ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় মদ ও মোটরপার্টস জব্দ করেছে বিজিবি

By Daily Satkhira

September 09, 2016

আসাদুজ্জামান: সাতক্ষীরার দেবহাটা সীমান্তে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ১ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় মদ ও মোটরপার্টস জব্দ করেছে। শুক্রবার সকালে উপজেলার ভাতশালা ও টাউনশ্রীপুর সীমান্তে অভিযান চালিয়ে এ মালমালগুলো জব্দ করা হয়। বিজিবি জানায়, সকালে বিজিবি ১৭ ব্যাটেলিয়নের ভাতশাল বিওপি’র হাবিলদার বেলায়েত হোসেন-এর নেতৃত্বে দেবহাটা উপজেলার ভাতশালা সুইঁচ গেইট নামক স্থানে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীদের ধাওয়া করলে তাদের ফেলে যাওয়া প্লাষ্টিকের বস্তার মধ্য হ’তে ২৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। জব্দকৃত বিদেশী মদের মূল্য ২২ হাজার ৫’শ টাকা। এছাড়াও অপর এক অভিযানে আজ টাউন শ্রীপুর বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম-এর নেতৃত্বে কেওড়া বাগান এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ০৩ টি প্লাস্টিকের বস্তার মধ্য হ’তে ১লাখ ৪২ হাজার ৫’শ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের মোটর পার্টস জব্দ করা হয়। তবে, বিজিবি এ দুটি ঘটনায় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।।উক্ত দু’টি অভিযানে জব্দকৃত মদ ও মোটর পার্টসের সর্বমোট মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা। বিজিবি সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটেলিয়নের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।