সাতক্ষীরা

বিনেরপোতার ‘অবৈধ ইটভাটা’ গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

By daily satkhira

December 12, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী শহরতলীর বিনেরপোতায় খোদেজা ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় খোদেজা ব্রিকস এর লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইট ভাটাটি অবৈধ ঘোষণা পূর্বক সকল কার্যক্রম বন্ধ করে স্কেভেটর মেশিন দিয়ে ভেঙ্গে-গুড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশে সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। খোদেজা ব্রিকস এর লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তা বন্ধ ঘোষণা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের ৪ ধারা অনুযায়ী গুড়িয়ে দেওয়া হয়।

তিনি বলেন, জনস্বার্থে জেলার সকল অবৈধ ইটভাটায় এই অভিযান পরিচালিত হবে। #