তালা

সাতক্ষীরায় নানা আয়োজনে পালিত হচ্ছে শহিদ বুদ্ধিজীবী দিবস

By Daily Satkhira

December 14, 2019

আসাদুজ্জামান: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহর নেতৃত্বে একটি র‌্যালিটি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমন প্রমুখ। র‌্যালিটি তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, তালা মহিলা কলেজ ও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের সুলতানপুরস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন জোয়াদ্দার, মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. জিল্লুল করিম, মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা শেখ মাগফুর আলী লালু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোমেন প্রমুখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।