সাতক্ষীরা

সাতক্ষীরায় হেলথ প্রমোশন এজেন্টদের পণ্য ও সেবা বিপনন মেলা অনুষ্ঠিত

By Daily Satkhira

December 14, 2019

আসাদুজ্জামান: উপজেলাভিত্তিক হেলথ প্রমোশন এজেন্টদের ব্যবসায়িক পন্য ও সেবা বিপনন মেলা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। বেসরকারী উন্নয়ন সংস্থা ম্যাক্স ফাউন্ডেশন, বাংলাদেশের আয়োজনে শনিবার দুপুরে সদর উপজেলার ধুলিহর আদর্শ হাইস্কুল মাঠে উক্ত মেলা অনুষ্ঠিত হয়। সংস্থাটির নিউট্রিওয়াস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত মেলার উদ্বোধন করেন, ধুলিহর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান সানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধুলিহর আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলজিষ্ট শেখ আব্দুল বাকী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নেপাল চন্দ্র মন্ডল, ফিংড়ি ইউয়িনের সি.এইচ.পি আলমগীর হোসেন, ধুলিহর ইউয়িনের সি.এইচ.পি গৌতম সরকার, বুধহাটা ইউয়িনের সি.এইচ.পি রাফিজা খাতুন প্রমুখ।

এবারের এ ব্যবসায়িক পন্য ও সেবা বিপনন মেলায় ২০ টিরও বেশী স্টল স্থান পেয়েছে। মেলায় স্বাস্থ্য সেবাসহ হেলথ প্রমোশন এজেন্টদের ব্যবসায়িক পন্য বিক্রি করা হচ্ছে।