সাতক্ষীরা

খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের দাবিতে সমাবেশ

By daily satkhira

December 14, 2019

নিজস্ব প্রতিনিধি: খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত ও প্রাণ সায়ের খাল সঠিক নিয়মে খননের দাবিতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের কুখরালিতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এড. ফাহিমুল হক কিসলু। বেতনা ও অন্যান্য নদী ও বন পরিবেশ রক্ষা কমিটির সদস্য সচিব মফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেনবেতনা ও অন্যান্য নদী ও বন পরিবেশ রক্ষা কমিটির আহবায়ক আবুল হোসেন, জেলা ভূমিহীন উন্নয়ন সমিতির আব্দুস সাত্তার, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা রিকসা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোমনি হাওলাদার, বেতনা ও অন্যান্য নদী ও বন পরিবেশ রক্ষা কমিটির যুগ্ম আহবায়ক শেখ শওকত আলী, ভূমিহীন নেতা মোঃ সামছুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, খাস জমি ভূমিহীনদের অধিকার। ভূমিহীনরা ঐক্যবদ্ধ থাকলে খাস জমি তারা পাবেন। অন্যান্য এলাকায় ভূমিহীনরা খাস সম্পত্তি পেয়েছেন। যেসব ভূমিদস্যুরা খাস জমি দখল করে আছেন। তাদের হুশিয়ারি প্রদান করে বলেন দ্রুত সময়ের মধ্যে খাস জমি ভূমিহীনদের মাঝে বন্টন করুন। এছাড়া সাতক্ষীরা প্রাণ সায়ের খাল খননে কোন অনিয়ম গ্রহণযোগ্য হবে না। সি এন ম্যাপ অনুযায়ী খাল খনন করতে হবে। এদিকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজে কোটি কোটি টাকা লুটপাট করেছে। মেডিকেল কলেজে ঔষধ ও যন্ত্রপাতি কেনার জন্য কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। অনেক চিকিৎসক দুর্নীতির দুদকের জালে আটকা পড়েছেন। অথচ সরকার গরিব মানুষদের চিকিৎসার জন্য ঔষদ কেনার জন্য এসব অর্থ বরাদ্দ দিয়েছেন। বক্তারা অবিলম্বে প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত দেওয়া এবং সি এস ম্যাপ অনুযায়ী সাতক্ষীরা প্রাণ সায়ের খাল খনন করার দাবি জানানো হয়।