সাতক্ষীরা

বিনম্র শ্রদ্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

By daily satkhira

December 14, 2019

প্রেস বিজ্ঞপ্তি : মোমবাতি প্রজ্জ্বালন ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে মহান শহিদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি পালন উপলক্ষে শনিবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবে মোমবাতি প্রজ্জ্বালন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণসম্পাদকসহ সকল পর্যায়ের সাংবাদিক। প্রজ্জ্বালন অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ বলেন মুক্তিযুদ্ধে চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে ঘাতক আলবদর, আলসামন্স, রাজাকার ও পাকিবাহিনীর ঘাতকরা পরিকল্পিতভাবে জাতীর পথপ্রদর্শক সূর্য সন্তানদের হত্যা করে। তারা তালিকা অনুযায়ি বাড়িতে বাড়িতে যেয়ে বুদ্ধিজীবীদের ধরে এনে চোখ বেঁধে মীরপুর রায়ের বাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে তাদের নিংশসভাবে তাদের হত্যা করা হয়। ৭১ এর ১৬ ডিসেম্বর জাতী যখন চুড়ান্ত বিজয়ের পতাকা নিয়ে দেশকে শুত্রুমুক্ত করে তখনি জানাযায় বদ্ধবূমিতে শতাব্দীর এই জঘন্যতম হত্যাকান্ডের কথা। তিনি আরো বলেন যারা এই হত্যায় অংশ নিয়ে ছিল তাদের ধারনা ছিল বাঙ্গালি জাতীকে পরাভূত করতে হলে তাদের সংস্কৃতি, ভাষা, কৃষ্টি ও সূর্য সন্তানদের মেধা নষ্ট করে দিতে হবে। কিন্তু বীরের জাতী বাঙ্গালালিরা তাদের এই দুরাশা ধুলিস্যৎ করে দেয়। তারা ছিনিয়ে আনে স্বাধীনতার টগবগে লাল সূর্য। তিনি ঘাতকদের বিচার বাস্ত বায়নের দাবী জানান। মোমবাতি প্রজ্জ্বালন ও আলোচনা সভায় আরো অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধরণ সম্পাদক এম কামরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি কালিদাস কর্মকার, নির্হাহী সদস্য সেলিম রেজা মুকুল, মো; আসাদুজ্জামান, আব্দুল গফুর সরদার, আমিনুর রশিদ ও এসএম আকরামুল ইসলাম।