সাতক্ষীরা

মহান বিজয় দিবসে সাতক্ষীরা শিশু একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতা

By daily satkhira

December 15, 2019

নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর আড়াইটায় সাতক্ষীরা শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিশুরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে। এবার প্রতিযোগিতার বিষয় ছিলো দেশত্মবোধক গান, লোকনৃত্য, সাধারণ ও প্রতিবন্ধী শিশুদের ছবি আঁকা। প্রতিযোগিতার বিচারক ছিলেন, সংগীতে আবু আফফান রোজ বাবু, মঞ্জুরুল হক, শামীমা পারভীন রতœা, শহীদুল ইসলাম, শ্যামল কুমার বিশ্বাস। নৃত্যে নাহিদা পারভীন পান্না, মিজানুর রহমান সোহাগ। ছবি আকাঁয় দিপক কুমার মৃধা, আব্দুস সবুর ও নাজমুস সাহাদাত মন্টি। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পুরস্কার বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম।