প্রেস বিজ্ঞপ্তি : নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককার্স-এর কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর বিকালে কমিটির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারী ও বালিকাদের মানবাধিকার লঙ্ঘনজর্নিত বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় বক্তারা বলেন, জেলায় দিন দিন বাল্য বিবাহ বৃদ্ধি পাচ্ছে। স্কুল-কলেজগামী ছাত্রীরা ইভটিজিং-এর শিকার হচ্ছে। এসব প্রতিকারের জন্য প্রশাসনকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে। জেলায় চিহ্নিত একটি প্রতারক চক্র বিভিন্নভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এজন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। একই সাথে এই অভিযান অব্যাহত রাখার দাবি জানানো হয়। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে ক্লাসে যাচ্ছে এবং মোবাইল ফোনের অপব্যবহারের কারনে আত্মহত্যাসহ নানা দুর্ঘটনা ঘটছে। সভায় এনিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আশু পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়। এছাড়া সভায় নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় বক্তব্য রাখেন , নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ নাজমুল আলম মুন্না, সদস্য অ্যাডভোকেট নাজমুল নাহার ঝুমুর, সদস্য শাখাওয়াত উল্লাহ ও সদস্য সাংবাদিক সুমন মুখার্জী।