সাতক্ষীরা

কুশখালী কলবাজার প্রি-ক্যাডেট স্কুলের উদ্বোধন

By daily satkhira

December 15, 2019

প্রেস বিজ্ঞপ্তি : সদর উপজেলার কুশখালী ইউনিয়নের কলবাজার প্রি-ক্যাডেট স্কুল শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কুশখালীতে এ প্রি-ক্যাডেটের উদ্বোধন করা হয়। আলহাজ্জ্ব মাওলানা আকরম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শ্যামল, ২নং কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আতাউজ্জামান লিটন, সহকারী শিক্ষক আসাদুজ্জামান মধু, আল মামুন, শাহিনুর রহমান, রফিকুল মল্ল্যা, ডাক্তার নুরুল আমিন, বদরুন্নেসা, তানজিলা, দিবা ও রুবিনা প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন কলবাজার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুল কাইয়ুম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলতাফ হোসেন রিকু। অনুষ্ঠানে বক্তারা বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমন সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশে আমরা চাই উন্নত শিক্ষা ব্যবস্থা। এ জন্য প্রি-ক্যাডেট স্কুলের অতি প্রয়োজন। শিশুদের মেধা বিকাশে প্রি-ক্যাডেট স্কুল শিক্ষার বিকল্প নেই। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ অহিদুল ইসলাম।