কলারোয়া প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের অবমাননার অভিযোগে মহান বিজয় দিবসের সকল অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদরে কার্যালয়ে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও যুদ্ধকালীন গেরিলা কমান্ডার আব্দুল গফ্ফার আনুষ্ঠানিক ভাবে বর্জনের ঘোষনা দেন। এসময় বীর মুক্তিযোদ্ধারা কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজকে দায়ী করে বলেন, উপজেলা প্রশাসন পরিকল্পিতভাবে আজ বিজয়ের দিনে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। আমরা অবিলম্বে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। যুদ্ধকালীন গেরিলা কমান্ডার আব্দুল গফ্ফার সাংবাদিকদের বলেন, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ মহান বিজয় দিবস পালনের অনুষ্ঠানে আমাদের কোন দাওয়াত দেয়নি। তিনি বীর মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হিসেবে যেন মর্যাদা পায় সেই ব্যবস্থা করেছেন। মহান বিজয় দিবসে কলারোয়ার সকল মুক্তিযোদ্ধাদের অপমান ও অবমাননা করায় আমরা বিজয় দিবসের সকল কর্মসুচি বর্জন করলাম। এসময় তিনি বলেন, উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সিদ্ধান্ত মোতাবেক কলারোয়া উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানসহ সকল কর্মসুচি বর্জনের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ের মত কমান্ডারের সিদ্ধান্তের বাইরে কথা বা কাজ করতে পারবো না। কলারোয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে কলারোয়া উপজেলা প্রশাসন প্রস্তুতি সভার আয়োজন করে। প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে সেখানে আমন্ত্রন জানানো হলে সভায় আমি উপস্থিত হই। তিনি আরো বলেন, বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কমিটি, উপ-কমিটি গঠন করা হয়। সেখানে উপজেলা প্রশাসন আমাকে একটি কমিটির সদস্য হিসেবে রাখেন। এখনও আমি সেই কমিটির সদস্য হিসেবে আছি। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বলেন, আমরা বিজয়ের মাসে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা একত্রিত হয়ে আমরা উৎসব পালন করি। ১৬ ডিসেম্বর আমাদের কাছে গর্বের দিন। এইদিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জীবিত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া তোপধ্বনি, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুস্পমাল্য প্রদান, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের প্রতিনিধিদের রাখা হয় এবং জানানো হয়। অথচ এবার উপজেলা প্রশাসন নিজেদের বসার জন্য উন্নত মানের ব্যবস্থা করলেও যারা এ দেশের জন্য জীবন বাজিরেখে যুদ্ধা করে স্বাধীনতার পতাকা আনলো সেসব মুক্তিযোদ্ধাদের বসার ব্যবস্থা করেছে মাঠের একপাশে অতি নিন্ম মানের। যা আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য অশ্রদ্ধা করা হয়েছে বলে মনে করেছি। এসময় তিনি আরো বলেন, যে মুক্তিযোদ্ধারা স্বাধীন দেশের পতাকার জন্য যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে সেই পতাকা উত্তোলনের সময় কলারোয়া দীর্ঘ দিনের প্রথা রয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের একজন প্রতিনিধিকে সেখানে দাড়ানোর ব্যবস্থা করা হয়। কিন্তু কলারোয়া উপজেলা প্রশাসন পতাকা উত্তোলনসহ কোন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রন না জানিয়ে আজ মহান বিজয় দিবসের সকল অনুষ্ঠান থেকে বিজয় উৎসব থেকে বঞ্চিত করেছে। ভরাক্রান্ত মনে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, বিজয় দিবসের এই দিনে বীর মুক্তিযোদ্ধা, যদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের যে সংবর্ধনা দেয়া হয় সেই অনুষ্ঠানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তার একজন প্রতিনিধি দিয়ে প্রাক্তন কমান্ডার হিসেবে আমার কাছে জানতে চায়, কত জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, কত জন মুক্তিযোদ্ধা মারাগেছেন, কতজন জীবিত আছেন, কতজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, আমরা কি উপহার নেয়ার জন্য সংবর্ধনা অনুষ্ঠানে যায়? এসময় তিনি সাংবাদিকদের বলেন, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অসযোগীতার কারনে আজ মহান বিজয় দিবসের দিনে কলারোয়া উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধারা সকল অনুষ্ঠান বর্জন করেছেন। এঘটনার জন্য তিনি কলারোয়াবাসীর কাছে দু:খ প্রকাশ করেন এবং অবিলম্বে মুক্তিযোদ্ধাদের অবমাননার জন্য সরকারের উর্ধতন কতৃপক্ষের হস্থেক্ষেপ কামনা করেন। এদিকে বীর মুক্তিযোদ্ধাদের অবমাননার ঘটনায় সমর্থন জানিয়েছেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, স্থানীয় সসেচনমহলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পত্যাহারের দাবি জানিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক আরএম সেলিম শাহনেওয়াজ অভিযোগ অস্বীকার করে জানান, এবিষয়ে বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের বিস্তারিত জানানো হবে।