দেবহাটা ব্যুরো ॥ মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবহাটা উপজেলাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। সকাল সাড়ে ৭টায় পুষ্পমাল্য অর্পন শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পার সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে মহান শহীদদের স্মরনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন ও কার্য্যনির্বাহী সদস্য এমএ মামুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্যদের মধ্যে সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, জি.এম আব্বাসউদ্দীন, মোমিনুর রহমান ও আব্দুল আলিম মিঠু, সদস্যদের মধ্যে আব্দুস সালাম, রুহুল আমিন, এসএম নাসির উদ্দীন, সাংবাদিক ফরহাদ হোসেন সবুজ, আরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ। বক্তারা এসময় মহান শহীদদেরকে স্মরন করে তাদের জীবনের বিনিময়ে প্রাপ্ত আজকের এই একটি স্বাধীন বাংলাদেশ ও লাল সবুজের পতাকা পাওয়ার কথা উল্লেখ করে তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।