তালা

মিল্কভিটা দুধে ভেজাল না মেশাতে উৎপাদনকারীদের প্রতি আহবান সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এর

By daily satkhira

December 18, 2019

নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন,বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ আজ মালায়েশিয়া ও সিঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্রে পরিনত হতো। মিল্কভিটা দুধে কোন প্রকার ভেজাল না মেশাতে উৎপাদনকারীদের প্রতি আহবান জানিয়েছেন। বুধবার সকাল ১১ টায় ৩০ মিনিটে তালা উপজেলা চত্বরে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড দুগ্ধ শীতলীকরন কেন্দ্রে শুভ উদ্বোধন অনুষ্টানে একথা বলেন। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য তালা উপজেলাকে পৌরসভা বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এ সরকারের সময় দৃশ্যমান উন্নয়ন হয়েছে। বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সরকার। দ্রুততম সময়ে সবক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। বাংলাদেশ মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদিম হোসেন লিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল,মিল্ক ইউনিয়নের ব্যবস্থপনা পরিচালক অমর চান বণিক, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো.জিয়াউর রহমান,তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বুধবার সকাল ১১টায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য তালা উপজেলায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটিডের দুগ্ধ শীতলীকরন কেন্দ্রের আনুষ্টানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানটি আয়োজন করেন মিল্ক ইউনিয়ন।দুগ্ধ শীতলীকরন কেন্দ্রের উদ্ধোধনের পরে দলিতের আয়োজনে কিশোরীরের বাইসাইকেল চালনা প্রতিযোগীতা ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।