ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে এক তরুণীর দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার অভিযোগপত্র জমা দেনে। ওই তরুণী তাকে আরাফাত সানির স্ত্রী দাবি করে আসছে।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নিজামউদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরাফাত সানির বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। শিগগিরই বিচারের জন্য তা ঢাকার সাইবার ট্রাইব্যুনালে যাবে।
ওই তরুণীর করা তথ্যপ্রযুক্তি আইনের এ মামলায় চলতি বছর ২২ জানুয়ারি সাভারের আমিন বাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সানির বিরুদ্ধে যৌতুক আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরও দুটি মামলা করেন ওই তরুণী। পরে বাদীর অনাপত্তিতে পরে তিন মামলাতেই জামিন পান বাংলাদেশ জাতীয় দলে খেলা এই ক্রিকেটার।
ওই তরুণীর করা তথ্যপ্রযুক্তি আইনের এ মামলায় চলতি বছর ২২ জানুয়ারি সাভারের আমিন বাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সানির বিরুদ্ধে যৌতুক আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরও দুটি মামলা করেন ওই তরুণী। পরে বাদীর অনাপত্তিতে পরে তিন মামলাতেই জামিন পান বাংলাদেশ জাতীয় দলে খেলা এই ক্রিকেটার।