জাতীয়

দেশজুড়ে শীত জেঁকে বসেছে

By Daily Satkhira

December 19, 2019

দেশের খবর: ঢাকাসহ সারা দেশেই জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে শুরু করেছে সারা দেশে। উত্তরের এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কনকনে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে সবচেয়ে বেশি। শীতের তীব্রতায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। উত্তরাঞ্চলে কয়েকটি জেলায় সূর্যের মুখ দেখা যায়নি গতকাল। আবহাওয়া অফিস বলছে, গতকাল বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী দু-এক দিনের মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। ২২ ডিসেম্বর পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ থাকবে।

আবহাওয়া কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, রাজধানীসহ সারা দেশেই শীত পড়তে শুরু করেছে। মৃদু শৈত্যপ্রবাহ থাকবে ২২ ডিসেম্বর পর্যন্ত। তারপর পরিস্থিতির উন্নতি ঘটবে। এদিকে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ার প্রভাবে জবুথবু অবস্থা সবার। গতকাল জেলার তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে আসে।