কালিগঞ্জ

কালিগঞ্জে স্বর্ণ ব্যাবসায়ীর দোকান লুটপাট

By daily satkhira

December 19, 2019

কালিগঞ্জ প্রতিনিধি : জেলার কালিগঞ্জে স্বর্ণের দোকান লুটপাট ভাংচুর ও নগদ টাকা লুটপাট করে ক্ষ্যান্ত হয়নি সন্ত্রাসীরা। ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যাবসায়ী সন্ত্রাসী বিরুদ্ধে মামলা করে পড়েছেন বিপাকে। তারা প্রতিনিয়ত তাকে জীবন নাশের হুমকি দিচ্ছে। মামলার আরজি ও ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যাবসায়ী কালিগঞ্জ উপজেলার নারায়পুর গ্রামের শওকত আলী কারিকরের পুত্র শামিম হোসেন জানান, কালিগঞ্জ বাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় তার একটি জননী জুয়েলার্স নামক স্বর্ণের দোকান আছে। তিনি গত পাঁচ বছর যাবত ব্যাবসা পরিচালান করে আসছেন। এর আগে তার পিতা ৩০ বছর যাবত ব্যাবসা করেছেন উক্ত দোকানে। কিন্তু উক্ত দোকানে লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার মৃত নওয়াব আলীর ছেলে জোহর আলী ও সুজাত আলী, মৃত গহর আলীর ছেলে নিজাম উদ্দিন মোড়ল, জাকির হোসেন, মোশারফ হোসেনের। তারা ১/১১/২০১৯ তারিখে জুম্মার নামাজের সময় উক্ত ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে ১২ ভরি সোনা, ২০ ভরি রুপা ও ১ লাখ ৭ হাজার নগত টাকাসহ সিন্ধুক নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যাবসায়ী কালিগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। কালিগঞ্জ থানা পুলিশ মামলা না নেওয়ায় তিনি উক্ত আসামীদের বিরুদ্ধে আদালতে সিআর ৩৬৯/১৯ তারিখে মামলা করেন। আদালত সাতক্ষীরা ডিবি পুলিশকে আগামী ২২ তারিখে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য বলেন। মামলা করার পর থেকে মামলার আসামীরা তাকেসহ তার পরিবারকে জীবন নাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে এখন তিনি এলাকা ছাড়া। একজন ক্ষতিগ্রস্ত ব্যাবসী হিসেবে যাতে তিনি সুবিচার পান এবং উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।