জাতীয়

৬০ কোটি টাকা দেওয়ার তথ্যটি সঠিক নয় -স্বরাষ্ট্র মন্ত্রণালয়

By Daily Satkhira

December 19, 2019

দেশের খবর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত রাজাকারের তালিকায় নানা অসঙ্গতির অভিযোগ উঠেছে।আর এ রাজাকারের তালিকা তৈরির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে ৬০ কোটি টাকা দেওয়ার তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার (১৮ ডিসেম্বর) তার দফতরের বিভিন্ন গণমাধ্যমের ১০০ জন সাংবাদিকের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনের বক্তব্য সরকারিভাবে সংরক্ষণ করা আছে। রাজাকারের তালিকা তৈরিতে ব্যয় সম্পর্কে মন্ত্রী কোথাও কিছু বলেননি। কোনো কোনো গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবর প্রকাশ করেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়। এ ধরনের অসত্য সংবাদ প্রকাশে বিরত থাকার জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।