মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতে নড়াইলে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ সমর্থকরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নড়াইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা-কর্মচারী ও সমর্থকরা ‘মাশরাফি তুমি ফিরে এসো’ ‘বাংলার ক্রিকেটকে এখনো অনেক কিছু দেবার বাকি আছে তোমার’ ‘তুমি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক’ এই ব্যানারে মানববন্ধন করে। মানববন্ধন শেষে ৩০ মিনিট নড়াইল-যশোর সড়ক অবরোধ করে রাখেন মাশরাফির ভক্ত ও সমর্থকরা। মাশরাফির টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণাটা পাওয়া যায় মঙ্গলবার ফেসবুকে নিজের পেজে দেয়া স্ট্যাটাস থেকে। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের টসের সময় ধারাভাষ্যকার ডিন জোন্সের প্রশ্নের জবাবে আনুষ্ঠানিক ঘোষণা দেন মাশরাফি। বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে এটাই তার শেষ সিরিজ। প্রথম টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনেও মাশরাফি স্পষ্ট জানিয়ে দিলেন, টি-টোয়েন্টিকে গুডবাই জানানোর কথা। তবে আজ প্রেমাদাসায় ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচটা খেলতে নামবেন তিনি। বাংলাদেশ দলেরও সব প্রচেষ্টা থাকবে বিদায়ী ম্যাচে মাশরাফিকে একটি জয় উপহার দেয়ার জন্য।