প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বেলা ১১ টায় কামালনগরস্থ জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর বাসভবনে এ মতবিনিম সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা এডভোকেট তৈয়েমুর আলম খন্দকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, চেয়ারম্যান আব্দুর রউফ, শের আলী, সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি। এসময় উপস্থিত ছিলেন আব্দুল জলিল বাবু, কৃষক দল নেতা আহসানুল কাদির স্বপন,মৎস্যজীবী দলের নেতা বাবলুর,শ্রমিকদলনেতা মিয়ারাজ, যুবদল নেতা এম এ রাজ্জাক,মোস্তাক,এস এম সাজ্জাত,রবিউল নাসির উদ্দিন, মাজেদ,সাইফুল হামিদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলনে খালেদা জিয়ার জামিন দেওয়া হচ্ছে না। দেশের বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। যে কারনে স্বাধীন দেশের নাগরিক হয়ে জনগন স্বাধীনতার স্বাদ নিতে পারছে না। তিনি আরও বলেন, খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য কিন্তু জামিন না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিতে ষড়যন্ত্র লিপ্ত শেখ হাসিনা সরকার।