খুলনা

পাইকগাছায় বহু অপকর্মের হোতা টিপু গাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By daily satkhira

December 21, 2019

পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় মামলাবাজ, চাঁদাবাজ, অবৈধ জবর-দখলকারী ও অর্থ আত্মসাৎকারী টিপু গাজীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সংবাদ সম্মেলনটি করেছেন, শিমু গাজীর পক্ষে সাইদুর রহমান সাইদ। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে তিনি লিখিত বক্তব্যে বলেন, পাইকগাছা উপজেলার ঘোষাল গ্রামের মৃত গাজী মোকছেদুর রহমানের পুত্র টিপু গাজী নিজের সম্পত্তি ডাঃ রবিউল ইসলাম সহ একাধিক ব্যক্তির নিকট বিক্রি করে দখল না দিয়ে নিজে অবৈধ ভোগ দখলের চেষ্টা করে। এছাড়া তার আপন ছোট ভাইয়ের যাবতীয় সম্পত্তি অবৈধ দখল করার পাঁয়তারা করছে। এমন অবস্থায় টিপু গাজীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার ছোট ভাই টনি গাজী তার যাবতীয় পৈত্রিক সম্পত্তি রক্ষার্থে চাচাতো ভাই শিমু গাজীকে তার যাবতীয় পৈত্রিক সম্পত্তি ডিড করে দেয়। টিপু গাজী সেই জের ধরে শিমু গাজী ও আমার নামে মিথ্যা হয়রানীমূলক মামলায় জড়িয়ে দেয়। এছাড়া সে এলাকার বিভিন্ন লোকের নামে হয়রানীমূলক পঞ্চাশোর্ধ মামলা দায়ের করেছে। তার অত্যাচারে এলাকার শান্তিপ্রিয় জনগণ অতিষ্ট হয়ে উঠেছে। তার অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার নামে মিথ্যা হয়রানীমূলক মামলা করে। শিমুর গাজীর পক্ষে, সাইদুর রহমান সাইদ আরো বলেন, টিপু গাজী অন্যান্য শরীকদের জায়গা জমিও অবৈধ জবর দখল করে ভোগ করে থাকে। সে এলাকার একাধিক ব্যক্তির নামে মিথ্যা, বানোয়াট, চাঁদাবাজীর মামলা দায়ের করেছে। জমির প্রকৃত মালিকরা অবৈধ দখলে বাঁধা প্রদান করলে তাদের নিকট থেকে ভয়-ভীতির মাধ্যমে চাঁদা আদায় করে থাকে। সে এমনও প্রকৃতির প্রতারক ব্যক্তি যে, বিভিন্ন লোকের পোনা ব্যবসা প্রতিষ্ঠান হতে লক্ষ লক্ষ টাকার পোনা সংগ্রহ করে টাকা না দিয়ে আত্মসাৎ করে। এমনকি, কিছু দিন পূর্বে পাইকগাছা মৎস্য আড়ৎদারী মার্কেটে ববিতা ফিস নামে একটি আড়ৎ করে। উক্ত আড়তের নামে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট হতে লক্ষ লক্ষ টাকার মাছ সংগ্রহ করে টাকা না দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে খুলনায় পাড়ি জমিয়েছে। শিমু গাজী পৈত্রিক সম্পত্তি সহ টিপুর আপন ছোট ভাই টনি গাজী ও ডাঃ রবিউল ইসলামের নিকট থেকে ডিড মুলে মৎস্য লীজ ঘের পরিচালনা করে আসছি। এই ডিডকৃত সম্পত্তির মধ্যে লীজ ঘের বাদে কিছু ডাঙ্গার জমি থাকায় সেখানে ৩টি পুকুর রয়েছে, উক্ত ৩টি পুকুরে মৎস্য চাষ করা হয়। আর পুকুর বাদে যে অংশটি অবশিষ্ট আছে সেখানে তরি-তরকারি চাষ করা হয়। লীজ সহ আমার সমস্ত ডিডকৃত সম্পত্তি যার কেয়ারটেকার হিসেবে আমাকে দায়িত্ব দেন। ডিডকৃত সম্পত্তি উপজেলার ঘোষাল, কুলতলা, কচুবুনিয়া ও বাসাখালী মৌজায় পৃথক ৪টি মৎস্য লীজ ঘের রয়েছে। উক্ত লীজ ঘের হতে অবৈধভাবে টিপু গাজীর ভাইয়ের দেয়া ডিডকৃত সম্পত্তি অবৈধ জবর দখলের জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছে। তার এ সকল দাবী না মানায় আমাদের নামে খুলনা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, অঞ্চল-‘ক’ সি.আর ৮৩৮/১৯ নং মিথ্যা, হয়রানীমূলক মামলা দায়ের করেছে এবং খুলনা প্রেসক্লাবে মিথ্যা বানোয়াট সাংবাদিক সম্মেলন করেছে। এছাড়া উক্ত প্রতারক টিপু গাজী পাইকগাছার রাড়–লী কো-অপারেটিভ ব্যাংক হতে ২৪জন নিরীহ ব্যক্তির নামে ঋণ গ্রহণ পূর্বক আত্মসাৎ করে তাদেরকে বিপদে ফেলেছে। এমনকি এলাকার অসহায় লোকদের জায়গা জমির কাগজপত্র ঠিক করে দেয়ার কথা বলে দালালী করে টাকা আত্মসাৎ করে। তার এহেন অপকর্ম জনসম্মুখে উত্থাপনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।