সাতক্ষীরা

কুখরালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি মোবিলাইজেশন

By daily satkhira

December 21, 2019

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী বলফিল্ড মাঠে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে কমিউনিটি মোবিলাইজেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ব্র্যাকের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুখরালী যুব সংঘের সাবেক সভাপতি শেখ আবু সাদেক। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, কুখরালী যুব সংঘের শেখ নাজির হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম, সাংবাদিক জি.এম আবুল হোসাইন, সুব্রত সানা, আব্দুল আলিম, শেখ সোহেল মাহমুদ সহ সাড়ে ৪শত এলাকাবাসি। শিশুর যৌন হয়রানী, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা প্রভৃতি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে জারিগান ও ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। প্রতিটি ভিডিও প্রদর্শন শেষে শিক্ষণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জমান টিটু।