জাতীয়

‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

By daily satkhira

December 22, 2019

অনলাইন ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রতন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। তার বিরুদ্ধে হত্যা-মাদকসহ ১৩টি মামলা রয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রতন মিয়া সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের মাহতাবপুর গ্রামের রহমত উল্যার ছেলে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, ১৩ মামলার আসামি রতন মিয়াকে শনিবার বিকালে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে রাতে অস্ত্র ও মাদক উদ্ধারে পার্শ্ববর্তী আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের ভূঁইয়া বাড়ির পাশে খালপাড় এলাকায় গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা ৪৬ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় রতন মিয়া গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় রাতে নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু।

ওসি জানান, বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন এসআই নাজমুল, এসআই উজ্জ্বল ও কনস্টেবল জসিম। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান, চার রাউন্ড কার্তুজের গুলি, দুটি খোসা ও ৩১ পিস ইয়াবা উদ্ধার করেছে বলে জানান ওসি।