সাতক্ষীরা

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও পেনশনের দাবি

By daily satkhira

December 23, 2019

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় যুবসমাজের কৃষিতে অংশগ্রহণ বিষয়ক নীতি অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা বারসিক ও তুজুলপুর কৃষক ক্লাব এ সভার আয়োজন করে। সভায় তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান সাজ্জাদ। ধারণাপত্র উপস্থাপন করেন বারসিকের কর্মকর্তা বাহাউদ্দিন বাহার। আলোচনায় অংশ নেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, উপসহকারী কৃষি কর্মকর্তা কিরনময় সরকার ও আসিফ পারভেজ, কৃষক প্রশিক্ষক ইমদাদুল হক, সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার সভাপতি জাহিদা জাহান মৌ প্রমুখ। সভায় বক্তারা বলেন, নিরাপত্তাহীনতা ও সামাজিক মর্যাদার কারণে কৃষিতে যুব সমাজের অংশগ্রহণ কমছে। কৃষি বীমা, ক্ষতিপূরণ ও কৃষকদের পেনশনের ব্যবস্থা করা গেলে এ অবস্থার উন্নয়ন ঘটতে পারে। বক্তারা আরও বলেন, কৃষি আয় কম হওয়ায় কৃষকদের সামাজিক মর্যাদা বাড়ে না। এমনকি মানুষ মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও কৃষি পেশার ছেলেদের অপছন্দ করে। এজন্য মানসিকতার পরিবর্তন জরুরী। সভায় বক্তারা কৃষিতে যুবসমাজের অংশগ্রহণ বাড়াতে কৃষি ঋণ বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও কৃষকদের পেনশনের ব্যবস্থা করার আহবান জানান।