প্রেস বিজ্ঞপ্তি: বেতনা ও অন্যান্য নদী এবং বন পরিবেশ রক্ষা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর ১৯ সোমবার সকাল ১১ টায় কামালনগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের আহবায়ক আবুল হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপদেষ্ঠা এ্যাড. শেখ মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, যুগ্ন আহবায়ক শেখ আবু সুফিয়ান সজল, শেখ তৌহিদুজ্জামান তোতা, শেখ শওকত আলী, আব্দুস সামাদ,সদস্য সচিব মফিজুর রহমান,সদস্য কওসার আলী, রহমত আলী, বাবলূ হাসান,আরমান আলী, মনিরুজ্জামান টুটুল প্রমূখ। উল্লেখিত সভায় বক্তাগন বেতনা ও অন্যান্য নদী এবং বন পরিবেশ রক্ষা কমিটির নাম বিলুপ্ত করেন এবং উক্ত কমিটির কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সংক্ষিপ্তকারে “নদী ও পরিবেশ রক্ষা কমিটি” নামকরণ করেন। উক্ত সংক্ষিপ্ত নামটি উপস্থিত সভায় সর্বসম্মতভাবে একমত পোষণ করেন। এছাড়া সভায় আহবায়ক কমিটি বিলুপ্তি করে আবুল হোসেন খোকনকে সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।