সাতক্ষীরা

পারুলিয়ায় সরদার ফিস নামের মাছের ঘরটির উদ্ধার দাবি

By daily satkhira

December 23, 2019

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান (মিন্নু) কর্তৃক প্রায় ৪৪ বছর ধরে পারিবারিকভাবে ভোগদখলীয় পারুলিয়া মৎস্য সেটের “সরদার ফিস” নামের একটি মাছের ঘর জোরপূর্বক দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মো. লুঃফার রহমানের ছেলে মো. সাফায়েত হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধ পরিবারের সন্তান। দেবহাটা উপজেলাধীন পারুলিয়া মৎস্য সেটে “সরদার ফিস” নামে আমার একটি মাছের ঘর আছে। উক্ত মাছের ঘরের জায়গা সরকারি পেরীফেরি সম্পত্তি। যা আমরা উপযুক্ত সরকারি রাজস্ব দিয়ে ১৯৭৬ সাল থেকে পারিবারিকভাবে প্রায় দীর্ঘ ৪৪ বছর ধরে পর্যায়ক্রমে ভোগদখল করে মৎস্য ব্যবসা পরিচালনা করে আসছি। পারুলিয়া মৎস্য সেটের ওই ঘরে আমি নিজে ১০ বছরের উর্দ্ধকাল যাবৎ সরদার ফিস নামে মৎস্য ব্যবসা করছি। কিন্তু দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি পারুলিয়া গ্রামের মৃত দীন আলীর ছেলে মিজানুর রহমান মিন্নুর নজর পড়ে আমার ওই মাছের ঘরের উপর। মিন্নু ওই ঘর দখল নেয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করে এবং আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। এক পর্যায় গত ২২ ডিসেম্বর বেলা অনুমান সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান মিন্নু’র নেতৃত্বে পারুলিয়া গ্রামের মৃত নেমাই চন্দ্র ঘোষের ছেলে অরুন কুমার ঘোষ (৩৮), মৃত নুর মোহাম্মাদ পুটুর ছেলে রুবেল (২৫) ও মৃত রুস্তম গাজীর ছেলে খায়রুল ইসলামসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জন আমার মাছের ঘর সরদার ফিসে হামালা চালিয়ে ভাংচুরও লুটপাট করে। এসময় আমি ও আমার মেঝভাই আলতাফ হোসেন বাধা দিতে গেলে উল্লেখিতরা আমাদেরকে বেদম মারপিট করে। মিজানুর রহমান মিন্নু আমার ক্যাশ বাক্স থেকে ৪০ হাজার ৫শ’ টাকা নিয়ে নেয়। এছাড়া মিন্নুসহ অন্যান্যরা মাছের আড়তে থাকা দাড়িপাল্লা, ব্যবসায়িক খাতাপত্র, প্লাষ্টিকের ক্যারেট ইত্যাদি তছনছ করে জোরপূর্বক মাছের ঘরটি দখল করে নিয়ে জীবননাশের হুমকি দিয়ে আমাদেরকে আড়ৎ থেকে তাড়িয়ে দেয়। এঘটনায় আমি নিজে বাদি হয়ে মিন্নুসহ উল্লেখিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে দেবহাটা থানায় একটি এজাহার জমা দিয়েছি। মো. সাফায়েত হোসেন আরো বলেন, আমি অবৈধ দখলদার যুবলীগ নেতা মিজানুর রহামান মিন্নুসহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। তিনি অবৈধ দখলদারের কবল থেকে পূর্বপুরুষের আমল থেকে ভোগ দখলীয় সরদার ফিস নামের মাছের ঘরটি পুনরায় দখল ফিরে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।