দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় উত্তরনের আয়োজনে অপ্রতিরোধ্য প্রকল্প অবহিতকরন এবং সেফটিনেট নীতিমালার বাস্তবায়ন, সমস্যা ও সুপারিশ গ্রহন শীর্ষক এক কর্মশালা সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরনের ভূমি কমিটির সভাপতি সমাজসেবক সরদার আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। শুরুতে প্রকল্পের সার্বিক বিষয় উপস্থাপন করেন উত্তরনের প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলহাজ¦ আবুল ফজল, বিআরডিবির চেয়ারম্যান ইউপি সদস্য আবুল কাশেম, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, উত্তরনের সহকারী প্রকল্প সমন্বয়কারী বিলকিস খাতুন, উত্তরনের দেবহাটা কেন্দ্র ব্যবস্থাপক শফিকুল ইসলাম, ইউপি সদস্য মোক্তার আলী, ভূমিহীন নেতা ফয়েজুল ইসলাম, উত্তরনের আইটি নিথর চন্দ্র মন্ডল প্রমুখ। কর্মশালায় অপ্রতিরোধ্য প্রকল্প অবহিতকরন এবং সেফটিনেট নীতিমালার বাস্তবায়ন, সমস্যা ও সুপারিশ গ্রহনের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও তার সমাধানে বিভিন্ন প্রস্তাবনা গ্রহন করা হয়।