শ্যামনগর প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর আওতায় শ্যামনগরের উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার হিসেবে মনোনীত হয়েছেন। গত সোমবার সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে শ্যামনগরের শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেন। শ্যামনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন শ্যামনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সরকারি নির্দেশনা অনুসারে নিরলস ভাবে কাজ সুসম্পন্ন করায় তিনি খ্যাতি অর্জন করেন। তাছাড়া তিনি শিশুদের নৈতিক শিক্ষা অর্জনে সততা ষ্টোর স্থাপন, মা ও অভিভাবক সমাবেশে আলোচনা, হোম ডিজিটের মাধ্যমে ঝড়ে পড়া রোগ শিশুর খাদ্য ও পুষ্টি সচেতনা বিষয়ক অবহিত করন সভা, এস,এম,সিতে উদ্ভদ্ধ করন, ষ্টোকহোল্ডারদের দ্বারা বিদ্যালয়ের উন্নয়ন সভা, সুন্দর হাতের লেখা ও বই পড়া প্রতিযোগিতা সহ সরকারি নির্দেশনা অনুসারে বিভিন্ন তদন্ত সম্পন্ন করেন। তার এ সকল কর্মকান্ডে সকলের নিকট প্রশংসিত হয়ে ওঠেন সোহাগ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে অনার্স সহ মাষ্টার্স ডিগ্রি লাভ করার পর তিনি প্রাথমিক শিক্ষা বিভাগে যোগদান করেন। ভবিষ্যতে কোমলমতি শিক্ষা নিশ্চিত করনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের কৃতি সন্তান। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার নিবিড় বিশ্লেষনের মাধ্যমে সকল উপজেলার সহকারী শিক্ষা অফিসারদের তথ্য পর্যালোচনা করে সোহাগ হোসেন শ্রেষ্ঠত্ব লাভ করেন। তিনি জেলার শ্রেষ্ঠ হওয়ায় শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামান মিলন, শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সেক্রেটারী সিরাজুল ইসলাম হেলাল, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি পরিমল কুমার কর্মকার, সেক্রেটারী দেলওয়ার হোসেন সহ সুশীল সমাজের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।