সাতক্ষীরা

আশাশুনিতে চাঁদার দাবিতে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

By daily satkhira

December 24, 2019

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে চাঁদার দাবিতে জাকির হোসেন নামের এক ব্যক্তি পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর জখম জাকির হোসেন তুয়ারডাঙ্গা গ্রামের আব্দুল ছাত্তার মোল্লার পুত্র। আহত জাকির হোসেন ও তার স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত. ওহাব আলীর পুত্র শাহীন ইকবাল মিন্টু প্রায়ই তার কাছে চাঁদাদাবি করে আসছিল। জাকির চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই মিন্টু প্রায়ই বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল। ইতোপূর্বে জাকিরের মৎস্যঘেরে বিষও প্রয়োগ করেছিল মিন্টু। এঘটনায় ভুক্তভোগি জাকির আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিল। গত সোমবার রাত ৯টার দিকে বাজারের যাওয়ার পথে জাকির তুয়ারডাঙ্গা ব্রীজ উপর পৌছলে শাহীন ইকবাল মিন্টুর নেতৃত্বে পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসী মৃত হাবিব এর পুত্র জান্নাতুল নাইম বাপ্পি, হাফিজুর রহমানের পুত্র রাকিব হোসেনসহ কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এসময় তারা লোহার রড দিয়ে জাকিরের দুই পা ভেঙে গুড়িয়ে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ফোলা জখম করে। সে সময় জাকিরের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে জাকির তাদের হাত থেকে প্রাণে রক্ষা পান। স্থানীয়রা তাকে উদ্ধার সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে জাকিরের অবস্থা আশংকা জনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী জাকির হোসেনের স্বজনরা।