নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে কয়লা হাইস্কুল চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুলাহ। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক স্কুলকে জাতীয়করণ করেছেন। কয়লা মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা ভবন নির্মাণ করা হবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের দিক তুলে ধরে তিনি বলেন, আগামী জুন মাসে উপজেলার ২৬টি স্কুলকে তিনি সংস্কার করার ব্যবস্থা করে দেবেন। বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়নের জন্য সরকার ২১ কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ দিয়েছে যার টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুতের আলো পৌছে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহসড়কে উন্নীত ঠিক তখন ৭১’র পরাজিত শক্তির দোসররা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়ন প্রক্রিয়া বাধাগস্ত করতে জামায়াত জঙ্গিবাদকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উস্কানি দিয়ে চলেছে। জঙ্গিবাদ রোধে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সামাজিক আন্দোলন জোরদার করার জন্য সকলকে আহবান জানান এমপি মুস্তফা লুৎফুলাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন। হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্থানীয় কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক ও কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান বুলবুল অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও তত্বাবধায়ন করেন। কয়লা হাইস্কুলের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এড. মুস্তফা লুুৎফুলাহ এমপিকে হাইস্কুলের পক্ষ থেকে মানপত্র ও অতিথিদের উপহার সামগ্রী প্রদান করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে।