কালিগঞ্জ

নলতা হাইস্কুলে শতবর্ষ উদযাপন ; প্রথম দিনে প্রাক্তন ছাত্রদের মিলন মেলা

By Daily Satkhira

April 06, 2017

নলতা প্রতিনিধি : জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলে শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান শুরু। “অতীত স্বরণে হোক আগামীর উম্মেষ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা কালিগঞ্জে উপজেলার নলতা হযরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ) আর্শীবাদ ধন্য শিক্ষা প্রতিষ্ঠান নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ৬-৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করেছে। শতবর্ষ পূর্তি বিদ্যালয়কে  সু-সজ্জিত আলোক সজ্জায় সাজানো হয়। বিদ্যালয় প্রাঙ্গণে মাঠে বিশাল মঞ্চ, প্যান্ডেল ও গেট নির্মান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে দূরদূরান্ত থেকে আগত স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ছাত্র সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম এমপি, নলতা হাইস্কুলে প্রাক্তন ছাত্র সোসাইটির সভাপতি প্রকৌশলী আবুল কাশেম, উপ- সচিব ও নলতা হাইস্কুলের সভাপতি আবু মাসুদ, বিশিষ্ট নাট্য অভিনেতা আফজাল হোসেন, সাহিত্যক ও প্রবান্ধিক গাজী আজিজুর রহমানসহ স্কুলের অনেক জ্ঞাণী-গুণী ছাত্ররা আড্ডায় মিলিত হয়। এসময় রেজিস্ট্রেশনকৃত প্রাক্তন ছাত্রছাত্রীদের কিটস্ ব্যাগ, ক্যাপ, স্মরণিকা, ক্রেষ্ট ও শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়। সন্ধ্যা ৭টায় শতবর্ষ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান ও পরে আকর্ষণীয় আতষবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রাত ৯টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ৭ এপ্রিল শুক্রবার সকাল ৮টায় নলতা স্কুল প্রাঙ্গণে শতবর্ষ অনুষ্ঠানের ১ম পর্বে উদ্বোধন, র‌্যালি, অতিথিদের বক্তব্য, স্মরণিকার মোড়ক উম্মোচন, অতিথিদের ক্রেস্ট প্রদান ও বৃক্ষরোপণ করা হবে। ২য় পর্বে বিকালে খেলাধুলা, ভিডিও প্রদর্শনী, পুরস্কার প্রদান, আলোক উৎসব ও রাত্রে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে বিশিষ্ট সংঙ্গীত শিল্পী এস ডি রুবেল গান পরিবেশন করবেন। নলতা হাইস্কুল শতবর্ষ উদ্যাপন কমিটির আহবায় নলতা শরীফ এর খাদেম আলহাজ্ব আনছার উদ্দিন আহমদসহ কমিটির নেতৃবৃন্দ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এদিকে  বৃহস্পতিবার সকাল ১০ টায় অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি নলতা আহ্ছানিয়া রেসিডেন্সিযাল কলেজে চলমান উচ্চ মাধ্যমিক (এইচ,এস,সি) ও সম্মানের পরিক্ষা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সার্বিক বিষয়ে নেওয়ার পাশাপাশি দায়িত্বরত পরিক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক ও পরিক্ষার্থীদের সাথে কথাও বলেন তিনি। পরে নলতার ঐতিহ্যবাহী কে বি আহ্ছানুল্লাহ জুনিয়র স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্কুলের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় তিনি নলতা হাইস্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে কিট্স বিতরণ করেন।