সাতক্ষীরা

শ্রীরামপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে ভাংচুরের অভিযোগ

By daily satkhira

December 25, 2019

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার শ্রীরামপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ বছরের ভোগদখলীয় সম্পত্তি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী নেছারুল্লা আল মামুন ও ভূমিদস্যু আতিয়ার গং কর্তৃক ভাংচুর এবং খুন জখমের হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত গোলাম বারি বিশ্বাসের ছেলে রুহুল কুদ্দুস। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পৈত্রিক সূত্রে ৯৯৯ খতিয়ানে শ্রীরামপুর মৌজায় ৫২৯২ দাগে ও ২৭২/১ খতিয়ানে মোট ৩৬ শতক সম্পত্তিতে বসতবাড়ি, দোকানপাট নির্মাণ করে দীর্ঘ ৩০ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্তু ভূয়া দলিল সৃষ্টি করে একই এলাকার মৃত তোফাজেল মোড়লের পুত্র সন্ত্রাসী নেছারুল আল মামুন ও মৃত. আব্দুল বিশ্বাসের পুত্র জাল জালিয়াতির হোতা এবং ভূয়া কাগজপত্র সৃষ্টিকারী আতিয়ার গং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এঘটনায় আমি উচ্চ আদালতে একটি মামলা দায়ের করি। এছাড়া উক্ত সম্পত্তির উপর ১৪৫ ধারায় মামলা দায়ের করি। আদালত উক্ত সম্পত্তির উপর ১৪৫ ধারা জারি পূর্বক শান্তি-শৃংখলা বজায় রাখতে সদর থানা পুলিশকে নির্দেশ দেয়। কিন্তু পরসম্পদ লোভী নেছারুল আল মামুন ও ভূমিদস্যু আতিয়ার গং আদালতের সেই নির্দেশ অমান্য করে আমার দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি ও দোকানপাট, ঘরবাড়ি তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে ভাংচুর, বাড়িতে মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেবে এবং নাশকতা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি ধামকি প্রদর্শন করে।এ ছাড়া আমাদের দোকানে তালা লাগিয়ে দেয়। এরপর আমি কোন উপায় না পেয়ে গত ২০ নভেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করি। এতে ওই সন্ত্রাসী নেছারুল্লাহ আল মামুন ও আতিয়ার গং আমার আরো ক্ষিপ্ত হয়ে স্থানীয় একটি স্বার্থন্বেষী মহলের ইন্ধনে গত ২২ ডিসেম্বর গভীর রাতে ভাড়াটিয়া বাহিনীর সমন্বয়ে লোহার রড, শাবল, বল্লমসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার ভোগদখলীয় সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে দোকান ঘর ভাংচুর করে ৫/৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এছাড়া বসতঘর, রান্না ঘর ও গোয়ালঘর ভাংচুর করে মালামাল লুটপাট করে ক্ষয়ক্ষতি করে। আমরা এতে বাধা দিতে গেলে তারা আমাদের ঘরে তালাবদ্ধ করে বলে, সম্পত্তি ছেড়ে চলে না গেলে মিথ্যা মামলা জড়িয়ে হয়রানিসহ ভাড়াটিয়া বাহিনী দিয়ে খুন জখম করবে মর্মে হুমকি ধামকি প্রদর্শন করে। আমরা বর্তমানে ওই সন্ত্রাসীদের ভয়ের চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি আরো বলেন, ওই নেছারুল আল মামুন ভূয়া দলিল সৃষ্টি করে শুধু আমাদের সম্পত্তিই নয় এলাকার অনেক নিরিহ মানুষের সম্পত্তি কৌশলে দখল করে নিয়েছে। এমতাবস্থায় তিনি (রুহুল কুদ্দুস) সন্ত্রাসী নেছারুল আল মামুন ও ভুমিদস্যু আতিয়ারগং এর কবল থেকে তাার পৈত্রিক সম্পত্তি রক্ষাসহ উক্ত দুই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।