দেবহাটা

সখিপুরে আহ্ছানিয়া মিশনের সম্পাদক আব্দুল মজিদ স্মরণে দোয়া

By daily satkhira

December 25, 2019

দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দীর্ঘ দিনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ এর প্রতিষ্ঠাতা সদস্য, সখীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অালহাজ্জ মো. অাব্দুল মজিদ (৯০) গত ১২ অক্টোবর ইন্তেকাল করেন। তার স্মরণে ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে পারিবারিকভাবে আয়োজিত সখীপুর সাহেব বাড়ী জামে মসজিদে আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন ও হাদীসের আলোচনা রাখেন হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম। অত্র জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মিলাদ শরীফ পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের হাফেজ মো. হাবিবুর রহমান। মিলাদ শরীফে কেয়াম পরিবেশন করেন মাসুম বিল্লাহ। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম অালহাজ্জ অাব্দুল মজিদের একমাত্র পুত্র ও ঢাকা অাহছানিয়া মিশনের পরিচালক (হেলথ সেক্টর) ইকবাল মাসুদ, জামাতা ও সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম নাজমুল হক, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা অালহাজ্জ মো. অাব্দুর রাজ্জাক, অালহাজ্জ মো. এনামুল হক খোকন, অালহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, অালহাজ্জ মো. মালেকুজ্জামান, মো. অানোয়ারুল হক, অালহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, অালহাজ্জ মো. ইউনুস সহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা মিশনের কর্মকর্তা-কর্মচারী, আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকন, অালহাজ্জ আবুল হোসেন সউদ কাজী, দেবহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্জ আবুল ফজল, সরদার আমজাদ হোসেন, ডাঃ নজরুল ইসলাম, মো. আবু তালেব, আলহাজ্জ আনছার আলী, অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম, সাবেক অধ্যক্ষ আলহাজ্জ এ কে আনিসুজ্জামান কালাম,উপাধ্যক্ষ আলহাজ্জ আব্দুল মজিদ, উপাধ্যক্ষ আব্দুর রহমান, সরকারি কেবিএ কলেজের শিক্ষক মো. আজহারুল ইসলাম, আলহাজ্জ আকবর আলী, আলহাজ্জ মাসুূদ করিম, মো. মনিরুজ্জামান (মহসিন), মেম্বর আকবর আলী, মো. আবুল হোসেন বকুল, মিজানুর রহমান, কামরুল ইসলাম সহ নানা শ্রেণী-পেশার প্রায় ৮ হাজার নারী,পুরুষ ও শিশু উপস্থিত ছিলেন । মিলাদ শরীফ শেষে মরহুম অালহাজ্জ অাব্দুল মজিদ ও তার সহ- ধর্মীনির অাত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে বসিয়ে রান্না তাবারুক পরিবেশন করেন মরহুমের পরিবার।