কলারোয়া প্রতিনিধিঃ তৃনমূল সাংগাঠনিক দক্ষতা ও সমাজ সেবায় অগ্রনী ভুমিকার রাখার বিশেষ অবদানের জন্য কলারোয়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এবং কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রদর্শক মশিয়ার রহমান বাবুকে ৭১ স্মৃতি পদক প্রদান করেছে ঢাকা কেন্দ্রীক ৭১ স্মৃতি সংসদ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ পদক ও সনদ পত্র প্রদান করা হয়। ৭১ স্মৃতি সংসদ এর পক্ষে সাধারণ সম্পাদক এসএম আনোয়ার হোসেন অপু ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ আরমান চৌধুরী স্বাক্ষরিত এ সনদপত্র ও পদক তুলে দেন কলারোয়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এবং কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রদর্শক মশিয়ার রহমান বাবুকে। সনদপত্র ও পদক বিতরণকালে ৭১ স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক এসএম আনোয়ার হোসেন অপু বলেন-তৃনমূল সাংগাঠনিক দক্ষতা ও সমাজ সেবায় অগ্রনী ভুমিকার রেখেছে মশিয়ার রহমান বাবু। নি:সন্দেহে এ অবদান কৃতিত্বপূর্ণ। তিনি দেশ ও জাতির গৌরব। এ অসামান্য কৃতিত্বের জন্য ৭১ স্মৃতি সংসদ স্বীকৃতিস্বরূপ ২০১৯ পদক ও সনদপত্র প্রদান করেছে। তার মহতী কর্মকান্ড দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচনে অতিশয় ভূমিকা রাখবে বলে ৭১ স্মৃতি সংসদ বিশ্বাস করে।