রাজনীতি

আমাদের অনেকের মুখে ফরমালিনের মতো বিষ -কাদের

By Daily Satkhira

December 26, 2019

রাজনীতির খবর: দেশের রাজনীতিবিদরা বেপরোয়া চালক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বেপরোয়া চালকের মতো আমাদের রাজনীতিকদের কথাবার্তাও বেপরোয়া (রেকলেস)। আমাদের অনেকের মুখে ফরমালিনের মতো বিষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বুধবার কথা বলছিলেন ওই বিভাগের প্রাক্তন ওবায়দুল কাদের। ছাত্র-শিক্ষক মিলানায়তনে (টিএসসি) অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

কাদের বলেন, ‘এটা দুভাগ্যজনক হলেও সত্য আমাদের রাজনীতি এখন পোলারাইজড এবং ডিভাইসিফুল হয়ে যাচ্ছে। অসহিষ্ণুতা প্রবল হয়ে রাজনীতির পরিবেশকে কলুষিত করছে। আমরা শুধু ওয়াল নির্মাণ করছি। অলঙ্ঘনীয় এ ওয়াল কেবল রাজনীতিতে কেবলই উঁচুতে উঠছে।’

এই অবস্থা থেকে উত্তরণে একটা ব্যালেন্স করে এগিয়ে যেতে হবে উল্লেখ করে দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়া কাদের বলেন, ‘আমি ছোট বড় অনেক সেতু নির্মাণ করেছি। কিন্তু রাজনীতিতেও, সামজিক-সাংস্কৃতিক জীবনে পারিবারিক জীবনে আমাদের আরও সেতু দরকার।’

পোলারাইজড ডিভাইসি রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আর ওয়াল নয় এখন আমরা সেতু নির্মাণ করি। কাজেই আমরা যে যেই মতের হই না কেন- একটা মডারেট ব্রিজ আমাদের নির্মাণ করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র থাকাকালীন বিভিন্ন স্মৃতিচারণ করে কাদের বলেন, ‘আমি আসলে আমার দ্বিতীয় জীবনে প্রবেশ করেছি। আমি অনেকটা অলৌকিকভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছি।’

‘গত বছরের মার্চ মাসে আমার জীবনের ওপর যা হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য এমন ছিল যে আমি আর নেই। সেদিন আপনারা দোয়া করেছেন। শেখ হাসিনা মমতাময়ী মায়ের মতো তার পেছনে দাঁড়িয়েছিলেন।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফেরদৌস হোসেন, সহযোগী অধ্যাপক কাজী মো. মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।