খেলা

‘কোনো মতেই পাকিস্তানে টানা টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলব না’

By Daily Satkhira

December 27, 2019

খেলার খবর: পাকিস্তানে বাংলাদেশের সফর নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছেনা। আইসিসির ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী পাকিস্তানে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে শুধু টি-টুয়েন্টি খেলতে চায় বিসিবি। সফর নিয়ে পরিস্থিতি দিনে দিনে আরও জটিল হয়ে যাচ্ছে। অনেক ক্রিকেটারের পরিবার পাকিস্তানে বেশি দিনের সফরে তাদের যেতে দিতে রাজি নয়। এছাড়া কোচিং স্টাফের অনেক সদস্যও পাকিস্তান সফরে যেতে রাজি নন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মিরপুরে সাংবাদিকদের এসব কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন বলেন, ‘কোনো মতেই পাকিস্তানে টানা টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলা যাবেনা। কিছু খেলোয়াড়সহ বিদেশি কোচরা পাকিস্তানে খেলতে অনিচ্ছুক।’

তবে পরে পাকিস্তানে খেলার ব্যপারে আগ্রহ প্রকাশ করে পাপন আরও বলেন,’টি টোয়েন্টি সিরিজের পর পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট হলে টেস্ট খেলা নিয়ে ভেবে দেখবে বিসিবি।’ এর আগে টাইগাররা নিরপেক্ষ ভেন্যু চাওয়ায় বাংলাদেশের ওপর নিজের ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপ চান তিনি। প্রয়োজনে আইসিসিকে ব্যবস্থা নিতেও পরামর্শ দেন এই পাকিস্তানি অধিনায়ক। শুধু অধিনায়ক নয়। সম্প্রতি বাংলাদেশের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান এহসান মানি। এমনকি কড়া ভাষায় বলেছিলেন, ‘পাকিস্তানে এসেই টেস্ট খেলতে হবে বাংলাদেশকে’। মূলত নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের মাটিতে পুরো সিরিজ খেলায় রাজি নয় বিসিবি। কেবল তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলার ব্যপারে ইতিবাচক তামিম- মুশফিকরা। টেস্ট ম্যাচ দুটি নিরপেক্ষ ভেন্যুতে খেলার আগ্রহের কথা জানিয়ে এরই মধ্যে পিসিবির কাছে চিঠি পাঠিয়েছে বোর্ড।