সাতক্ষীরা

আর্ন্তজাতিক রোটারী ইয়ুথ লিডারশিপ এ্যাওয়ার্ড ক্যাম্প সমাপ্তি

By daily satkhira

December 27, 2019

ঢাকার সাভারের বিকেএসপিতে ২৫ থেকে ২৭ ডিসেম্বর আর্ন্তজাতিক রোটারী ইয়ুথ লিডারশিপ এ্যাওয়ার্ড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ৩০জন বিদেশী এবং ১১০ জন বাংলাদেশী রোটার‌্যাক্ট অংশগ্রহণ করে। ক্যাম্পে যুব নেতৃত্ব বিকাশ, আর্থ-সামাজিক উন্নয়ন, সমাজ-সাংস্কৃতিক উন্নয়ন, সময়ের সুষ্ঠ ব্যবহার, নলেজ ও স্কিলডেভেলপমেন্ট, প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয়। ক্যাম্পে দেশ-বিদেশের খ্যাত নামা ব্যক্তিবর্গ অংশগ্রহণ ও প্রশিক্ষণ প্রদান করেন। প্রধান অতিথি ছিলেন, বি কে এস পি ঢাকার ডি জি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশেদুল হাসান, রোটারী ডিস্ট্রিক ৩২৮১ এর গর্ভনর এম খায়রুল আলম। ক্যাম্প চেয়ারম্যান রোটা: আসাদুজ্জামান রাসেল, ক্যাম্প কমান্ডার রোটা: জহিরউদ্দীন বাবর। হোস্ট ক্লাবের সভাপতি রোটা: রেজাউল গনি রানা, ডিআরআর আবু বকর সিদ্দিক রুপম, ডিআরআর ইলেক্টেড কাউসার আহমেদ রুবেলসহ কর্মকর্তাবৃন্দ। ভিক্টরী ৪৮ টিম বেস্ট টিম হওয়ায় গৌরব অর্জন করে। উক্ত ক্যাম্পে রোটার‌্যাক্ট ক্লাব সাতক্ষীরার সভাপতি রোঃ আব্দুল্লাহ আল মামুন অংশ গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি