আসাদুজ্জামান : সাতক্ষীরা শহরের সুলতানপুরে স্বামী কর্তৃক স্ত্রীকে যৌতুকের দাবীতে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে শহরের সুলতাপুরের একটি ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। আহত রিক্তা খাতুন (১৯) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের মথুরাপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। রিক্তার বাবা ইসমাইল হোসেন জানান, গত এগার মাস আগে সদর উপজেলার ব্রক্ষ¥রাজপুর ইউনিয়নের দহাকুলা গ্রামের আবুল কালামের ছেলে সেলস রিপ্রেজেনটেটিভ গোলাম আজম সাগরের সাথে তার মেয়ে রিক্তার পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের দুই মাস পার হতে না হতেই তার স্বামী সাগর যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবী করে আসছিল। কিন্তু আমি পেশায় একজন গরীব চায়ের দোকানদার হওয়ায় তার যৌতুকের দাবী মেটাতে পারেনি। এর পর থেকে শুরু হয় রিক্তার উপর নির্যাতন। বিগত প্রাই চার মাস ধরে তার স্বামী প্রতিরাতে তাকে শারীরিক ভাবে নির্যাতনসহ খুন জখমের হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে এ ঘটনা রিক্তা আমাকে জানালে আমি গত ৫ নভেম্বর সাতক্ষীরা জেলা লিগ্যাল এইডের সিনিয়র জজ সালমা আক্তারের কাছে একটি লিখিত অভিযোগ করি। বিষয়টি নিয়ে তিনি উভয় পক্ষকে নোটিশ করলে আমার জামাই সাগর ও তার মা মিনা খাতুন মুচলেকা দিয়ে আমার মেয়ে রিক্তাকে নিয়ে আসেন এবং সে যাত্রা রেহাই পায়। এরপর সাগর রিক্তাকে নিয়ে শহরের সুলতানপুরের একটি ভাড়া বাসায় ওঠে। সেখানে গত ২৫ ডিসেম্বর বুধবার রাতে আবারও যৌতুকের দাবীতে রিক্তাকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরদিন ২৬ ডিসেম্ব রিক্তা বিষয়টি আমাকে জানালে আমি তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। তবে, গোলাম আজম সাগর যৌতুকের দাবী অস্বীকার করে জানান, তাদের সাংসারিক জীবনে কোন ঝামেলা নেই।