নিজস্ব প্রতিনিধি: পুনরায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি হয়েছেন বিশ্বজিৎ সাধু ও সাধারণ সম্পাদক হয়েছেন স্বপন কুমার শীল। ২৮ ডিসেম্বর শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারা। পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দিরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ড. নিম চন্দ্র ভৌমিক। উদ্বোধক ছিলেন যুগ্ম যুগ্ম সম্পাদক এড. তাপস পাল। প্রধান বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগর হালদার। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক তিলক গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো: আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ খ্রিস্টান এ্যাসোসিয়েশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক মি. পৌল সাহা। সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু। এছাড়াও উপস্থিত ছিলেন, রাখেন, কলারোয়া উপজেলা সভাপতি সিদ্ধেস্বর চক্রবর্তী, সুধাংশু শেখর সরকার, নিত্যানন্দ আমীন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, অসীম দাশ সোনা, যুব ঐক্য পরিষদের ইন্দ্রজিৎ সাধু, ছাত্রঐক্যের সুজন বিশ্বাস, জয়দেব বিশ্বাস, গোবিন্দ মন্ডল, সরজিৎ ঘোষ প্রমুখ। সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক স্বপন কুমার শীলের সঞ্চালনায় সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের আন্দোলনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সে ধারাবাহিকতায় বিশ্বজিৎ সাধু ও স্বপন শীলের নেতৃত্বে সাতক্ষীরা জেলা কমিটিও সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাদের নেতৃত্বে সাতক্ষীরা ঐক্য পরিষদ অত্যন্ত সুসংগঠিত। এছাড়া বক্তারা দুর্গা পূজায় হিন্দুদের ৩দিনের ছুটির দাবি জানান এবং কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সকলকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।