তালা

তালায় প্রণোদনা কর্মসূচির সার মজুদ, ব্যাবসায়ীর কারাদণ্ড, ব্লক সুপাভাইজার পলাতক!

By Daily Satkhira

April 08, 2017

নিজস্ব প্রতিবেদক : সরকারের মহৎ উদ্যোগ কৃষি প্রণোদনা কর্মসূচির ৭ বস্তা সার দোকানে বিক্রি করার উদ্দেশ্যে মজুদ করে রাখার দায়ে সাতক্ষীরার তালার এক সার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার মাগুরা বাজারের সার ব্যাবসায়ী আব্দুল কাদেরকে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন। সাজাপ্রাপ্ত ব্যবসায়ী আব্দুল কাদের তালা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন জানান, তালা উপজেলা কৃষি অফিসের ব্লক সুপারভাইজার শাহিন গোপনে সরকারের মহৎ উদ্যোগ কৃষি প্রণোদনা কর্মসূচির ৭ বস্তা সার ও বীজ তালা উপজেলার মাগুরা বাজারের একটি সারের দোকানে বিক্রি করে দিয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালন করা হয়। এ সময় সার ব্যবসায়ী আব্দুল কাদেরের দোকান থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির ৭ বস্তা সার উদ্ধার করা হয়। একই সাথে উক্ত সরকারী কৃষি প্রণোদনা কর্মসূচির সার বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার দায়ে ব্যবসায়ী আব্দুল কাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। তবে এসময় ওই ব্লক সুপাভাইজার ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে পাওয়া যায়নি। সার ব্যাবসায়ী আব্দুল কাদের জানান, তিনি ব্লক সুপারভাইজারের কাছ থেকে উক্ত সারগুলো ক্রয় করেছেন। অথচ ভ্রাম্যমাণ আদালত ব্লক সুপারভাইজারকে সাজা না দিয়ে তাকে সাজা প্রদান করেছেন। তিনি আরও জানান, ব্লক সুপারভাইজাররের বিরুদ্ধে জেলা প্রশাসক ও কৃষি মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে।