আশাশুনি

আশাশুনিতে অসহায় বৃদ্ধের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

By daily satkhira

December 28, 2019

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে যাতায়াতের রাস্তা তৈরির নামে অসহায় বৃদ্ধের সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। যদিও অসহায় বৃদ্ধা প্রতিকার চেয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় পি ৮৫৮/১৯ নং মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর বক্তব্য ও মামলা সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার নাছিমাবাদ গ্রামে মৃত দবির উদ্দীনের পুত্র অত্র এলাকার চিহ্নিত ভূমিদস্যু জমাত আলী মোড়ল বিভিন্ন কৌশলে এলাকার অসহায় নিরিহ মানুষের সম্পত্তি জবর দখল করে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সম্প্রতি একই এলাকার মৃত নিজাম উদ্দীন সানার পুত্র ষাটোর্দ্ধ বৃদ্ধ মোসলেম সানার সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। মোসলেম সানার বাড়ির পিছনে জমাত আলীর বাড়ি হওয়ায় পার্শ্ব রাস্তা থাকার পরও জমাত আলী মোসলেম সানার পৈত্রিক সম্পত্তির উপর দিয়ে রাস্তা তৈরির চক্রান্তে লিপ্ত হয়। অথচ তার বাড়ি থেকে বের হওয়ার অন্য রাস্তা রয়েছে। শুধুমাত্র তার বাড়িতে প্রাইভেটকার প্রবেশের জন্য এ অনৈতিক দাবি করেছেন তিনি। আর এজন্য মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি, খুন জখম ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক দখলের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। এদিকে ওই জমাত আলী আশাশুনি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অমল কান্তি ঘোষকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে আশাশুনি সহকারী কমিশনার ভূমি বরাবর প্রেরিত এক প্রতিবেদনে উল্লেখ করেছেন সেখানে নাকি রাস্তা ছিলো। অথচ পরের লাইনে তিনিই উল্লেখ করেছেন সিএস/আর এস ম্যাপে কোন রাস্তা দেখা যায় না। অথচ তিনিই আবার রাস্তা দাবি করেছেন। এ থেকে বোঝা যায় তাকে ম্যানেজ করা হয়েছে। এরপর থেকে কয়েকবার ওই জমাত আলীর নেতৃত্বে ভাড়াটিয়া বাহিনী মোসলেমের পৈত্রিক সম্পত্তি দখল করে রাস্তা তৈরির চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। কিন্তু গত ২৭ ডিসেম্বর ২০১৯ তারিখে জমাত আলীর নেতৃত্বে ভাড়াটিয়া বাহিনী সম্পত্তি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ করে। এঘটনায় উপায়ন্তর হয়ে মোসলেম সানা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ষাটোর্দ্ধ বৃদ্ধ মোসলেম আলী ওই দখলদার কর্তৃক সম্পত্তি উদ্ধার এবং তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।