নিজস্ব প্রতিবেদক : তালা উপজেলা সদরের যানজট নিরসনে এবার কোমর বেঁধে মাঠে নেমেছেন সেখানকার ব্যবসায়ীরা। ইতোমধ্যে তারা সম্মিলিতভাবে স্থানীয় বণিক সমিতি বরাবর একটি লিখিত আবেদনও করেছেন। পাইকগাছা-খুলনা প্রধান সড়কের তালা উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনের ৩ রাস্তা মোড়ে অলিখিতভাবে বাস স্টপেজ করায় মূলত যানজটের সৃষ্টি। লিখিত অভিযোগে ব্যবসায়ীরা জানান, স্টপেজের নামে অত্যন্ত ব্যস্ততম মোড়ে সকল প্রকার বাস-মিনিবাস থেকে শুরু করে প্রায় সকল প্রকার মটর যান দীর্ঘক্ষণ স্টপেজ করায় সেখানে যানজট লেগেই থাকে। এমনকি এতে করে প্রতিদিন যানজটকে কেন্দ্র করে সেখানে ছোট-খাট দুর্ঘটনা লেগেই থাকে। শুধু এখানেই শেষ নয়, দীর্ঘক্ষণ যানজটে পথচারীদের পথ চলতে বিড়ম্বনার পাশাপাশি স্থানীয দোকানিদের ক্রয়-বিক্রয় করতে সারাক্ষণ ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা সকল প্রকার বিড়ম্বনা প্রতিরোধে ৩ রাস্তার মোড় থেকে অলিখিত স্টপেজটি উঠিয়ে দেয়ার জন্য তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠন তালা বণিক সমিতির বরাবর লিখিত আবেদন করেছেন। প্রসংগত, খুলনার পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া ও দাকোপের একাংশ, সাতক্ষীরার আশাশুনীসহ বিস্তীর্ণ জনপদের লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র সড়ক পাইকগাছা-খুলনা প্রধান সড়কের তালা ৩ রাস্তা মোড় অতিক্রম করেই যেতে হয় সকলকে। তবে সারাক্ষণ সেখানে সকল প্রকার যান-বাহনের অলিখিত অবৈধ স্টপেজ করায় যানজট লেগেই থাকে। অনেক সময় জনপদের বিভিন্ন হাসপাতাল, কিনিক থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে জরুরি রোগী বহনকারী এ্যাম্বুলেন্সগুলো তালা মোড়ের যানজটের কবলে পড়ায় রোগীদের জীবনহানীর ঘটনাও ঘটে থাকে। সর্বশেষ সেখানকার ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের সচেতন এলাকাবাসী তালা বাজার মোড়ের বাস স্টপেজটি উঠিয়ে দিতে তাদের বণিক সমিতিসহ সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।