নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র পোশাক বিতরণ ও মতবিনিময় করেছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু। সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলের সভাপতিত্বে রবিবার বিকেলে বৈকারী ৯নং ওয়ার্ডের শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র পোশাক বিতরণ করা হয়। এসময় বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কওছার আলি, সাধারণ সম্পাদক ইউপি মেম্বর আতাউর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ, আওয়ামীলীগ নেতা পিন্টু, সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইনজামুল হক ইনজা, মহিলা মেম্বর জামিলা খাতুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শীতবস্ত্র অনুষ্ঠানে আসাদুজ্জামান বাবু বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সরকার ব্যপক উন্নয়ন করেছেন। বর্তমান সরকার দেশের রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজ, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গীর্জা, শন্মানঘাট উন্নয়ন করেছেন। এছাড়া দেশের হতদরিদ্রদেরকে বস্কয়, বিধবা, মাতৃভাতা, ভিজিডি কার্ড, ভিজিএফ কার্ড, গৃহীন ঘর ও শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফ্রি লেখাপড়া করার সুযোগ সুবিধা দিয়েছেন। দেশের মানুষের ১০ টাকা দরে কেজিতে চাল খাওয়াচ্ছেন। শহরের বাইপাস সড়ক ও মেডিকেল কলেজ হাসপাতাল, সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নির্মাণ করে দিয়েছেন সরকার। বেকারত্বদের কর্মসংস্থানের প্রত্যেক জেলায় যুব উন্নয়ন প্রতিষ্ঠান করেছেন। এছাড়া ঘরে ঘরে বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ সোলার প্যানেল পৌছে দিচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা নিজের স্বার্থে দেশ পরিচালনা করে না দেশের মানুষের ভাগ্যউন্নয়নে কল্যাণে কাজ করেন।