কলারোয়া প্রতিনিধিঃ ছেলেদের মাদক সেবন ও জঙ্গিবাদসহ বিভিন্ন ধরণের খারাপ কাজ থেকে রিবত রাখতে বিজয় দিবস উপলক্ষে কলারোয়ায় ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে কলারোয়া পৌরসভা ব্যাডমিন্টন ক্লাব নামের একটি সংগঠন। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে পৌরবাজারের কৃষি অফিসের পরিতাক্ত মাঠে এ খেলার উদ্বোধন করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল। এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল, উপজেলার সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জাতীয় দলের অলরাউন্ডার মিত্তুন জয় চৌধুরীর পিতা সি এম তাহাজ্জুৎ হোসেন,, পৌরসভা ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোবাশে^র আলম হেলাল, কলারোয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনায়েত খান টুন্টু, শিক্ষক্ষ শেখ শাহাজান আলী শাহিন, নাজমুল হাসনাইন মিলন, কবিরুল ইসলাম ব্যাডমিন্টন ক্লাবের সদস্য আবু জাফর ভুট্টো, আজিজুল ইসলাম, সজিব, হুমায়ুন কবির, শুভ্রত, আরিফ, পিটার, আলমগীর, নাফিজ, জিসানসহ স্থানীয় গণ্যমান্যরা। আয়োজক সংগঠন জানায়, স্কুল কলেজ পড়ুয়া ছেলেদের মাদক সেবন ও জঙ্গিবাদসহ বিভিন্ন ধরেনর খারাপ কাজ থেকে রিবত রাখতে নিজ অর্থায়নে এ ধরনের বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।