অপ্রতিম : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা হাই স্কুলে ক্লাস টেন পর্যন্ত পড়েছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এরপর পেরিয়ে গেছে ৪৭ বছর। ২০ বছর আগে একবার তিনি স্কুলে এসেছিলেন। তখন বন্ধুদের কারও সঙ্গে দেখা হয়নি। বৃহস্পতিবার আবার এলেন। নলতা হাই স্কুলের শতবর্ষ পুর্তি অনুষ্ঠান। অনুষ্ঠান হলো দুই দিন, বৃহস্পতিবার আর শুক্রবার। সেখানে আজকের আফজাল হোসেন এসেছিলেন ঠিকই, কিন্তু তিনি ফিরে গিয়েছিলেন তার কিশোর বয়সে।
শুক্রবার সকালে ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সাথে তার কথা হয়। তিনি জানান, শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে পুরোনো অনেক বন্ধুর সঙ্গে তার দেখা হয়েছে। নিজের সহপাঠী তো বটেই, পাশাপাশি সমসাময়িক আরও অনেককে কাছে পেয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন আফজাল হোসেন। এই দুই দিন সবার সঙ্গে তিনি যে সময় কাটিয়েছেন, এর কোনো তুলনা হয়না।
আফজাল হোসেন বলেন, ‘এমন অভিজ্ঞতা হবে, ভাবতেই পারছি না। প্রতিটা মুহূর্ত আমার কাছে একেবারে অন্য রকম মনে হচ্ছে। বন্ধুদের সঙ্গে দেখা, ক্লাসরুম, আড্ডার জায়গাগুলোর কথা মনে করতেই রোমাঞ্চিত হচ্ছি।’
আরও বললেন, ‘অল্প কথায় অনুভূতি প্রকাশ করতে পারছি না। একবারেই অদ্ভুত অভিজ্ঞতা।’